সম্প্রীতির বার্তা ছড়াতে ফুটবলকেই হাতিয়ার



রাত পোহালেই হাই ভোল্টেজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। তার আগে বৃহস্পতিবার সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এসএফআই ও ডিওয়াইএফআই-এর বর্ধমান জেলা কমিটি আয়োজন করল সম্প্রীতির মিছিল। একইসঙ্গে এদিন এসএফআই ও ডিওয়াইএফআই- জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল মাঠে বন্ধুত্বপূর্ণ একটি ফুটবল ম্যাচ। যে ম্যাচে ছেলে ও মেয়ে সকলেই একসঙ্গে ফুটবল খেললেন। 



এদিন এসএফআই-এর জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, গোটা পৃথিবী জুড়েই বর্ণ বিদ্বেষ, হিংসা, জাতের নামে বিভাজন, সাম্প্রদায়িকতার উস্কানি সত্ত্বেও বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বন্ধুত্বপূর্ণ সহবস্থানের মধ্যে। তাঁরাও সেই বার্তাই ছড়িয়ে দিতে চান – খেলার মাঠে কোনো বিভাজন নয়। এই পৃথিবী সকলের। তাই কোনো বিভাজন নয়। বন্ধুত্ব ও সম্প্রীতির মধ্যে দিয়েই আগামী দিনের পৃথিবী তৈরী হোক -এই দাবীকে সামনে রেখেই এদিন এই সম্প্রীতির মিছিল।