Primary TET : বাংলা ব্যাকরণের MCQ , উত্তর সহ - model question, wb tet question, wb tet bengali,

১। ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ অনুযায়ী যে শ্রেণিবিভাগ করা হয়, সেই শ্রেণিবিভাগকে বলা হয় -
ক) রূপতাত্ত্বিক শ্রেণিবিভাগ খ) ধর্মীয় শ্রেণিবিভাগ গ) কালগত শ্রেণিবিভাগ ঘ) বংশানুযায়ী শ্রেণিবিভাগ
উত্তরঃ ক
২। যে সব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ- প্রত্যয়- বিভক্তি যুক্ত থাকে না ,তেমন একটি ভাষা হলো-
ক) ভোটচিনা ভাষা খ) ইংরেজি ভাষা গ) ফারসী ভাষা ঘ) পারসিক ভাষা
উত্তরঃ ক
৩। বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় যে বর্গে -
ক) অনন্বয়ী বা অসমবায়ী বর্গে খ) সমবায়ী বর্গে গ) দুটোতেই ঘ) কোনটিতেই নয়
উত্তরঃ ক
৪। যে ভাষায় পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহারও করা যায়, সেই ভাষা কোন বর্গের অন্তর্গত ?
ক) মুক্তান্বয়ী বর্গের খ) অনন্বয়ী বর্গের গ) দুটোতেই ঘ) কোনটিতেই নয়
উত্তরঃ ক
৫। অসমবায়ী বর্গের একটি ভাষা হল -
ক) চিনা ভাষা খ) তুর্কি ভাষা গ) ইংরেজি ভাষা ঘ) বাংলা ভাষা
উত্তরঃ ক
৬। মুক্তান্বয়ী বর্গের একটি ভাষা হল -
ক) চিনা ভাষা খ) তুর্কি ভাষা গ) ইংরেজি ভাষা ঘ) বাংলা ভাষা
উত্তরঃ খ
৭। ‘ভোলাপুক’ ভাষার স্রষ্টা হলেন -
ক) এল এল জামেনহফ খ) যোহান মার্টিন শ্লেইয়ার গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) নোয়াম চমস্কি
উত্তরঃখ
৮। মুক্তান্বয়ী বর্গের একটি ভাষা হল -
ক) চিনা ভাষা খ) আফ্রিকার সয়াহিলি ভাষা গ) ইংরেজি ভাষা ঘ) বাংলা ভাষা
উত্তরঃ খ
৯। অত্যন্বয়ী বর্গের একটি ভাষা হল -
ক) চিনা ভাষা খ) তুর্কি ভাষা গ) এস্কিমোদের ভাষা ঘ) বাংলা ভাষা
উত্তরঃ গ
১০। সমন্বয়ী বর্গের একটি ভাষা হল -
ক) চিনা ভাষা খ) তুর্কি ভাষা গ) সয়াহিলি ঘ) বাংলা ভাষা
উত্তরঃ ঘ
১১। সমন্বয়ী বর্গের একটি ভাষা হল -
ক) চিনা ভাষা খ) তুর্কি ভাষা গ) সয়াহিলি ঘ) ইংরেজি
উত্তরঃ ঘ
১২। একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় -
ক) মিশ্র ভাষা খ) কৃত্রিম ভাষা গ) সমগোত্রজ ভাষা ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ
১৩। যে ভাশাগুলিকে শ্রেণিবদ্ধ করা সম্ভব হয় না, সেগুলিকে বলা হয় -
ক) অগোষ্ঠীভূত ভাষা খ) সমগোত্রজ ভাষা গ) বিগোত্রজ ভাষা ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
১৪। পৃথিবীর ভাশাবংশের মধ্যে বৃহত্তম ভাষাবংশটি হলো -
ক) ইন্দো- ইউরোপীয় ভাষাবংশ খ) ভারতীয় আর্য ভাষা বংশ গ) অস্ট্রিক ভাষাবংশ ঘ) দ্রাবিড় ভাষাবংশ
উত্তরঃ ক
১৫। হোমারের ইলিয়াড ও ওডিসি কোন্ ভাষায় রচিত ?
ক) গ্রিক ভাষা খ) তুর্কি ভাষা গ) ফারসি ভাষা ঘ) বাংলা ভাষা
উত্তরঃ ক
১৬। ইতালীয় শাখার প্রধান ভাষা কোন্টি ?
ক) গ্রিক ভাষা খ) তুর্কি ভাষা গ) ফারসি ভাষা ঘ) ল্যাটিন ভাষা
উত্তরঃ ঘ
১৭। প্রাচীন পারসিক থেকে মধ্যযুগে যে ভাষার জন্ম হয় -
ক) পহ্লবী ভাষা খ) আরবী ভাষা গ) হিব্রু ভাষা ঘ) ইংরেজি ভাষা
উত্তরঃ ক
১৮। ‘এসপেরান্তো’- একটি
ক) কৃত্রিম ভাষা খ) মিশ্রভাষা গ) দুটোই ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
১৯। সুইডেনের সুইডিশ ভাষা কোন্ ভাষা গোষ্ঠীর ভাষা ?
ক) তিউনিশিয় বা জার্মানিক শাখা খ) তুর্কি ভাষা গ) ফারসি ভাষা ঘ) ল্যাটিন ভাষা
উত্তরঃ খ
২০। ইংরেজি ভাষা কোন ভাষা গোষ্ঠীর ভাষা ?
ক) তিউনিশীয় খ) কেলতিক গ) বালতো স্লাবিক ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
২১। আয়ারল্যান্ডের আইরিশ ভাষা কোন ভাষা গোষ্ঠীর ভাষা ?
ক) তিউনিশীয় খ) কেলতিক গ) বালতো স্লাবিক ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ
২২। বালতো স্লাভিক গোষ্ঠীর একটি ভাষা হলো -
ক) ইংরেজি খ) ফরাসি গ) চেক ঘ) চিনা
উত্তরঃ গ
২৩। বালতো স্লাভিক গোষ্ঠীর একটি ভাষা হলো -
ক) ইংরেজি খ) ফরাসি গ) বুলগেরীয় ঘ) চিনা
উত্তরঃ গ
২৪। বালতো স্লাভিক গোষ্ঠীর একটি ভাষা হলো -
ক) ইংরেজি খ) ফরাসি গ) পোলিশ ঘ) চিনা
উত্তরঃ গ
২৫। ইন্দো-ইরানীয় ভাষাবংশ কয়টি শাখায় বিভক্ত হয়েছে ?
ক) চারটি খ) তিনটি গ) ছয়টি ঘ) দুইটি
উত্তরঃ ঘ
২৬। ভারতীয় আর্য ভাষা কোন ভাষাবংশ থেকে বিভক্ত হয়েছে ?
ক) ইন্দো- ইরানীয় খ) ইন্দো- ইউরোপীয় গ) দ্রাবিড় ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
২৭। ইরানীয় আর্য ভাষা কোন ভাষাবংশ থেকে বিভক্ত হয়েছে ?
ক) ইন্দো- ইরানীয় খ) ইন্দো- ইউরোপীয় গ) দ্রাবিড় ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
২৮। আবেস্তীয় ভাষার দৃষ্টান্ত পাওয়া যায় -
ক) জেন্দ্ আবেস্তায় খ) বাইবেলে গ) কোরানে ঘ) ওডিসিতে
উত্তরঃ ঘ
২৯। ‘ভোলাপুক’ হচ্ছে একটি -
ক) কৃত্রিম ভাষা খ) মিশ্রভাষা গ) দুটোই ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
৩০। ককেশীয় ভাষা বংশের একটি ভাষা হল -
ক) জর্জীয় ভাষা খ) মায়া ভাষা গ) কিচুয়া ভাষা ঘ) কোরীয় ভাষা
উত্তরঃ ক
৩১। প্রাচীন পারসিক থেকে উৎপন্ন পহ্লবী ভাষা থেকে যে ভাষার উৎপত্তি -
ক) আরবী ভাষা খ) হিব্রু ভাষা গ) ফারসী ভাষা ঘ) ইংরেজি ভাষা
উত্তরঃ গ
৩২। বেলুচিস্তানের বেলুচি এবং আফগানিস্থানের পুশ্তু যে ভাষা বংশের আধুনিক সদস্য -
ক) ইরানীয় ভাষাবংশ খ) ইন্দো- ইরানীয় ভাষাবংশ গ) ইন্দো- ইউরোপীয় ভাষাবংশ ঘ) দ্রাবিড় ভাষাবংশ
উত্তরঃ ক
৩৩। সেমীয় ভাষাবংশের একটি ভাষা হলো -
ক) হিব্রু খ) আরবি গ) মিশরীয় ঘ) ফরাসি
উত্তরঃ ক
৩৪। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট রচিত যে ভাষায় -
ক)ফরাসি খ) আরবি গ) মিশরীয় ঘ) হিব্রু
উত্তরঃ ঘ
৩৫। ইজরায়েল দেসের সরকারি ভাষা কোনটি ?
ক) হিব্রু খ) আরবি গ) মিশরীয় ঘ) ফরাসি
উত্তরঃ ক
৩৬। হামীয় ভাশাবংশ থেকে উৎপন্ন একটি ভাষা হল-
ক) হিব্রু খ) আরবি গ) মিশরীয় ঘ) ফরাসি
উত্তরঃ গ
৩৭। সেমীয়-হামীয় ভাষা বংশের বাইরে আফ্রিকার সব ভাষা গোষ্ঠীকে কি নামে অভিহিত করা হয় ?
ক) নাইজার- কঙ্গো খ) বান্টু গ) জুলু ঘ) মরিশাস ক্রেওল
উত্তরঃ খ
৩৮। জুলু ভাষা কোন ভাষা গোষ্ঠীর ভাষা ?
ক) নাইজার- কঙ্গো খ) বান্টু গ) জুলু ঘ) মরিশাস ক্রেওল
উত্তরঃ ক
৩৯। ‘এসপেরান্তো’ নামের কৃত্রিম ভাষাটিতে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত ?
ক) ৮ টি খ) ২ টি গ) ৬ টি ঘ) ৩ টি
উত্তরঃ গ
৪০। ‘এসপেরান্তো’ নামের কৃত্রিম ভাষাটিতে ব্যাঞ্জন ধ্বনির সংখ্যা কত ?
ক) ২৮ টি খ) ২১ টি গ) ১৮ টি ঘ) ২৩ টি
উত্তরঃ ঘ
৪১। ‘এসপেরান্তো’ ভাষাটির স্রষ্টা হলেন -
ক) এল এল জামেনহফ খ) যোহান মার্টিন শ্লেইয়ার গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) নোয়াম চমস্কি
উত্তরঃক
৪২। একটি অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষা হল -
ক) জর্জীয় ভাষা খ) মায়া ভাষা গ) কিচুয়া ভাষা ঘ) কোরীয় ভাষা
উত্তরঃ ঘ
৪৩। একটি অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষা হল -
ক) জর্জীয় ভাষা খ) মায়া ভাষা গ) কিচুয়া ভাষা ঘ) জাপানি ভাষা
উত্তরঃ ঘ
৪৪। একটি অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষা হল -
ক) জর্জীয় ভাষা খ) মায়া ভাষা গ) কিচুয়া ভাষা ঘ) বাস্ক ভাষা
উত্তরঃ ঘ
৪৫। পিজিন ও ক্রেওল শব্দ দুটি কোন ভাষার ক্ষেত্রে ব্যবহার হয় ?
ক) মিশ্র ভাষার ক্ষেত্রে খ) কৃত্রিম ভাষার ক্ষেত্রে গ) দুটোতেই ঘ) কোনটিতেই নয়
উত্তরঃ ক
৪৬। ইংরেজি ভাষার সাথে স্পেনীয় ও পর্তুগীজ ভাষার মিশ্রনে যে ভাষা সৃষ্টি হয় -
ক) বিচ- লা- মার খ) মরিশাস ক্রেওল গ) এস্পেরান্তো ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
৪৭। ‘বিচ-লা- মার’ নামের মিশ্র ভাষাটি যেখানে ব্যবহৃত হত -
ক) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খ) উত্তর আমেরিকায় গ) আরবে ঘ) ভারতে
উত্তরঃ ক
৪৮। ফরাসি ও মাদাগাসকারি ভাষার মিশ্রণে সৃষ্ট মিশ্র ভাষাটি হলো-
ক) বিচ- লা- মার খ) মরিশাস ক্রেওল গ) এস্পেরান্তো ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ
৪৯। মানুষের যোগাযোগেরে মাধ্যম কোনটি?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাগযন্ত্র (ঘ) ভাষা
উত্তরঃঘ
৫০। মানুষ মনের ভাব প্রকাশের জন্যে যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) ভাষা (ঘ) বর্ণ
উত্তরঃ গ
৫১। নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
(ক) ইঙ্গিতের সাহায্যে (খ) কন্ঠধ্বনির সাহায্যে (গ)চিত্রাঙ্কনের সাহায্যে (ঘ)ঘোষ ধ্বনির সাহায্যে
উত্তরঃ খ
৫২। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলেন তার নাম কী?
(ক) উপভাষা (খ) সাধু ভাষা (গ) চলিত ভাষা (ঘ)লেখ্য ভাষা
উত্তরঃ ক
৫৩। মানুষের কন্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাক্য (ঘ) ভাষা
উত্তরঃ ঘ
৫৪। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
(ক) কলমের সাহায্যে (খ)ঠোঁটের সাহায্যে (গ) ফুসফুসের সাহায্যে (ঘ) বাগযন্ত্রের সাহায্যে
উত্তরঃ ঘ
৫৫। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
(ক) কথ্য ভাষা (খ) উপভাষা (গ) সাধু ভাষা (ঘ)চলিত ভাষা
উত্তরঃ খ
৫৬। বাংলা ভাষার সাথে কোন ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে?
(ক) সংস্কৃত (খ)ভোজপুরিয়া (গ)হিন্দি (ঘ) গুজরাটি
উত্তরঃ ক
৫৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
(ক) অপভ্রংশ (খ) মারাঠি (গ) আসামি (ঘ)উড়িয়া
উত্তরঃ ক
৫৮। ভাষার মৌলিক অংশগুলো কী কী?
(ক) ধ্বনি, বর্ণ , বাক্য (খ) সন্ধি, সমাস, ধ্বনি (গ) ধ্বনি, বাক্য, শব্দ (ঘ) অনুসর্গ, উপসর্গ, সন্ধি
উত্তরঃ গ
৫৯। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট?
(ক) উপভাষা (খ)মিশ্র ভাষা (গ) সাধু ভাষা (ঘ)চলিত ভাষা
উত্তরঃ গ
৬০। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগি?
(ক) সাধু ভাষা (খ) কথ্য ভাষা (গ) উপভাষা (ঘ)চলিত ভাষা
উত্তরঃ ক
৬১। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
(ক) গুরুগম্ভীর (খ) কৃত্রিম (গ) পরিবর্তনশীল (ঘ)তত্সম শব্দবহুল
উত্তরঃ গ
৬২। বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
(ক) আভিজাত্যপূর্ণ (খ) পদবিন্যাস সুনির্দিষ্ট (গ) কৃত্রিমতাবর্জিত (ঘ) কাঠামো অপরিবর্তনীয়
উত্তরঃ গ
৬৩। কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়?
(ক) চলিত ভাষা কৃত্রিমতাবর্জিত (খ) চলিত ভাষা গুরুগম্ভীর (গ) চলিত ভাষা বক্তব্যও উপযোগী (ঘ) চলিত ভাষায় তত্সম শব্দের ব্যবহার কম
উত্তরঃখ
৬৪। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
(ক) সহজবোধ্য (খ) অপরিবর্তনীয় (গ) কৃত্রিমতাবর্জিত (ঘ) সংক্ষিপ্ত
উত্তরঃখ
৬৫। সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) তৎসম (খ) সপ্তম (গ)দেশি (ঘ) তদ্ভব
উত্তরঃক
৬৬। বাংলা গদ্য যুগের ভাষার নিদর্শন পাওয়া যায় যে যুগে -
(ক) প্রাচীন যুগ (খ) মধ্য যুগ (গ)বৈদিক যুগ (ঘ)আধুনিক যুগ
উত্তরঃঘ
৬৭। চলিতরীতির প্রবর্তন করেন কে?
(ক) প্যারীচাঁদ মিত্র (খ)গিরিশচন্দ্রসেন (গ) প্রমথ চৌধুরী (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃগ
৬৮। বাংলা কথ্য ভাষারীতি কয়টি ভাগে বিভক্ত?
(ক) দুটি (খ)তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
উত্তরঃক
৬৯। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে ?
ক) ধ্বনি খ) শব্দ গ) বর্ণ ঘ) ভাষা
উত্তরঃ ঘ
৭০। ‘গুরুচন্ডালী দোষ’ কাকে বলে ?
ক) সাধু ও চলিত রীতির মিশ্রণকে খ) চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে গ) সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে ঘ) চলিত ও উপভাষার মিশ্রণকে
উত্তরঃ ক
৭১। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ?
ক) বিশেষ্য ও বিশেষণ খ) ক্রিয়া ও সর্বনাম গ) বিশেষ্য ও ক্রিয়া ঘ) বিশেষণ ও ক্রিয়া
উত্তরঃ খ
৭২। আঞ্চলিক ভাষার ওপর নাম কী ?
ক) কথ্যভাষা খ) সাধুভাষা গ) উপভাষা ঘ) চলিত ভাষা
উত্তরঃ গ
৭৩। আঞ্চলিক ভাষা সর্বজনীন নয়, কিন্তু এটি -
ক) মানুষের প্রাণের ভাষা খ) সর্বত্রই চলে গ) সাহিত্য রচনার ক্ষেত্রে উপযোগী ঘ) পন্ডিত ব্যক্তিদের পছন্দ
উত্তরঃ ক
৭৪। কোন ভাষার উপভাষা আছে ?
ক) হিন্দি খ) ইংরেজি গ) বাংলা ঘ) সব ভাষার
উত্তরঃ ঘ
৭৫। চলিত রীতির উদাহরণ কোনটি ?
ক) বন্য খ) তুলা গ) তুলো ঘ) শুষ্ক
উত্তরঃ গ
৭৬। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাগযন্ত্র (ঘ) ভাষা
উত্তরঃঘ
৭৭। মানুষ মনের ভাব প্রকাশের জন্যে যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) ভাষা (ঘ) বর্ণ
উত্তরঃ গ
৭৮। নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
(ক) ইঙ্গিতের সাহায্যে (খ) কন্ঠধ্বনির সাহায্যে (গ)চিত্রাঙ্কনের সাহায্যে (ঘ)ঘোষ ধ্বনির সাহায্যে
উত্তরঃ খ
৭৯। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলেন তার নাম কী?
(ক) উপভাষা (খ) সাধু ভাষা (গ) চলিত ভাষা (ঘ)লেখ্য ভাষা
উত্তরঃ ক
৮০। মানুষের কন্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাক্য (ঘ) ভাষা
উত্তরঃ ঘ
৮১। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
(ক) কলমের সাহায্যে (খ)ঠোঁটের সাহায্যে (গ) ফুসফুসের সাহায্যে (ঘ) বাগযন্ত্রের সাহায্যে
উত্তরঃ ঘ
৮২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
(ক) কথ্য ভাষা (খ) উপভাষা (গ) সাধু ভাষা (ঘ)চলিত ভাষা
উত্তরঃ খ
৮৩। বাংলা ভাষার সাথে কোন ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে?
(ক) সংস্কৃত (খ)ভোজপুরিয়া (গ)হিন্দি (ঘ) গুজরাটি
উত্তরঃ ক
৮৪। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
(ক) অপভ্রংশ (খ) মারাঠি (গ) আসামি (ঘ)উড়িয়া
উত্তরঃ ক
৮৫। ভাষার মৌলিক অংশগুলো কী কী?
(ক) ধ্বনি, বর্ণ , বাক্য (খ) সন্ধি, সমাস, ধ্বনি (গ) ধ্বনি, বাক্য, শব্দ (ঘ) অনুসর্গ, উপসর্গ, সন্ধি
উত্তরঃ গ
৮৬। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট?
(ক) উপভাষা (খ)মিশ্র ভাষা (গ) সাধু ভাষা (ঘ)চলিত ভাষা
উত্তরঃ গ
৮৭। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগি?
(ক) সাধু ভাষা (খ) কথ্য ভাষা (গ) উপভাষা (ঘ)চলিত ভাষা
উত্তরঃ ক
৮৮। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
(ক) গুরুগম্ভীর (খ) কৃত্রিম (গ) পরিবর্তনশীল (ঘ)তত্সম শব্দবহুল
উত্তরঃ গ
৮৯। বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
(ক) আভিজাত্যপূর্ণ (খ) পদবিন্যাস সুনির্দিষ্ট (গ) কৃত্রিমতাবর্জিত (ঘ) কাঠামো অপরিবর্তনীয়
উত্তরঃ গ
৯০। কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়?
(ক) চলিত ভাষা কৃত্রিমতাবর্জিত (খ) চলিত ভাষা গুরুগম্ভীর (গ) চলিত ভাষা বক্তব্যও উপযোগী (ঘ) চলিত ভাষায় তত্সম শব্দের ব্যবহার কম
উত্তরঃখ
৯১। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
(ক) সহজবোধ্য (খ) অপরিবর্তনীয় (গ) কৃত্রিমতাবর্জিত (ঘ) সং িক্ষপ্ত
উত্তরঃখ
৯২। সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) তৎসম (খ) সপ্তম (গ)দেশি (ঘ) তদ্ভব
উত্তরঃক
৯৩। বাংলা গদ্য যুগের ভাষার নিদর্শন পাওয়া যায় যে যুগে -
(ক) প্রাচীন যুগ (খ) মধ্য যুগ (গ)বৈদিক যুগ (ঘ)আধুনিক যুগ
উত্তরঃঘ
৯৪। চলিতরীতির প্রবর্তন করেন কে?
(ক) প্যারীচাঁদ মিত্র (খ)গিরিশচন্দ্রসেন (গ) প্রমথ চৌধুরী (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃগ
৯৫। বাংলা কথ্য ভাষারীতি কয়টি ভাগে বিভক্ত?
(ক) দুটি (খ)তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
উত্তরঃক
৯৬। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে ?
ক) ধ্বনি খ) শব্দ গ) বর্ণ ঘ) ভাষা
উত্তরঃ ঘ
৯৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি ?
ক) ২টি খ) ৪টি গ) ৩ টি ঘ) ৫ টি
উত্তরঃ ক
৯৮। বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণের লিখিত রূপ কয়টি ?
ক) ২টি খ) ৪টি গ) ৩ টি ঘ) ৫ টি
উত্তরঃ ক
৯৯। ‘আ-কার’ (া) স্বরবর্ণের
ক) সংক্ষিপ্ত রূপ খ) পূর্ণ রূপ গ) দুটোই ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
১০০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
ক) ৪টি খ) ৬টি গ) ১টি ঘ) ২টি
উত্তরঃ ক
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊