Sheikh Hasina: টানা দশবার, আওয়ামি লিগের নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামি লিগের পরিচালনার দায়িত্ব আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই। শনিবার বিকেলে আওয়ামি লিগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে আওয়ামি লিগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্পাদক হ্যাট্রিক করলেন তিনি।
দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। তিনিই সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন। ১৯৮১ সালে প্রথমবার আওয়ামি লিগের পরিচালনার দায়িত্ব পান শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে বসেন শেখ হাসিনা। ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদেরও তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু। প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজি জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আইনজীবী কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি। যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, মাহবুবউল আলম হানিফ এমপি, আফম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি।
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম। প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণালকান্তি দাস। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মহম্মদ সিদ্দিকুর রহমান। সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী। উপ দপ্তর সম্পাদক সায়েম খান। সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊