Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mondal: নাটকীয় পরিবর্তন, দিল্লী নয় আপাতত ৭দিন পুলিশি হেফাজতে অনুব্রত

নাটকীয় পরিবর্তন, দিল্লি নয়, কেষ্টকে আপাতত ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতের

anubrata mondal




গতকালই দিল্লির আদালতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পায় ইডি। এরপরেই আজ সকালে দুবরাজপুরের পথে কেষ্ট। আজ সকাল ৮ টা নাগাদ আসানসোল সংশোধনাগারে পৌঁছায় আসানসোলের দুর্গাপুর পুলিশ বাহিনী। জানা যায় অনুব্রত মন্ডলকে আসানসোল সংশোধনগার থেকে দুবরাজপুর আদালতে হাজিরার জন্য নিয়ে যাওয়া হয়। 


এদিকে ইডির তরফে আজকেই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিলো।কিন্তু দুবরাজপুর আদালতে হাজিরার পর অনুব্রত মণ্ডলের ৭ দিনের পুলিশি হেফাজতের রায় দিলো আদালত।



গতকাল অনুব্রত মণ্ডলের নামে এক মামলা দায়ের করেন এক তৃণমূল কর্মী।তৃণমূল কর্মীকে মারধর বা খুনের চেষ্টা করার অভিযোগ করেন।তবে এই বিষয়ে বিরোধীরা কটাক্ষ করে বলেন তৃণমূল দমখম লাগিয়ে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা রুখতে চাইছে কিন্তু তা আর সম্ভব নয়।আজ নয়তো কাল তাকে ইডি নিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code