শুরু হল ৪ জেলাকে নিয়ে যুব সংসদ প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের দূরশিক্ষা ভবনে শুরু হল ২০২২-২৩ বর্ধমান বিভাগের যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ নাগ, কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল প্রমুখরাও।
এদিন প্রদীপবাবু বলেন, যে কোনো দেশের ক্ষেত্রেই সুনাগরিক হতে গেলে তাঁদের সংসদীয় গণতন্ত্র সম্পর্কে ধারণা থাকা দরকার। আজকের যুব সমাজের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে ধারণা ও আগ্রহ সৃষ্টি করতে এই ধরণের কর্মসূচী যত হবে ততই ভাল। এরফলে ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের মধ্যে কিভাবে দেশ চলছে, কিভাবে সংসদ বা বিধানসভা চলছে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরী হবে যা আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে কার্য্যকরী ভূমিকা নেবে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী ও বীরভূম জেলার স্কুল ও কলেজের মোট ৩২০ জন প্রতিযোগী এখানে অংশ নিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊