Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Primary TET : কীভাবে করবেন ভুল সংশোধন ? জানুন এখনি

WB Primary TET : কীভাবে করবেন ভুল সংশোধন ? জানুন এখনি 

WB Primary TET



WB Primary TET : পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর সভাপতি গৌতম পাল আগেই বলেছিলেন এবছর রাজ্যে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হবে C TET এর মতন। আর তাই এবার আবেদন প্রক্রিয়া শেষে আবেদনের সময় হওয়া ভুল সংশোধনের সুযোগ দিলো পর্ষদ (WBBPE)


ইতিমধ্যে যারা টেট এর আবেদন করেছেন তাঁদের অনেকেই একাধিক ভুল করে ফেলেছেন আবেদনের সময়। ফলে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন , ভুল সংশোধন নিয়ে।


এবার সেই ভুল থাকলে সংশোধন করার সুযোগ দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। ডাটা এডিট করার সুযোগ পাওয়া যাবে 05/11/2022 থেকে 06/11/2022, রবিবার পর্যন্ত। ৫ নভেম্বর দুপুর দুটা থেকে শুরু হবে সংশোধন। আর চলবে পরের দিন রাত ১২ টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই সংশোধন করা যাবে। এর পর আর কোনভাবেই সংশোধন করা যাবে না।


কিভাবে করবেন ভুল সংশোধন ?

প্রথমে https://www.wbbpeonline.com/ এই ওয়েবসাইটে গিয়ে EDIT OPTION ক্লিক করতে হবে।

তারপর আপনার প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে সাবমিট করতে হবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code