D.EL.ED পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে প্রতিক্রিয়া দিলেন পর্ষদ সভাপতি 

WBBPE PRESIDENT


পরীক্ষা শুরুর আগে D.EL.ED এর প্রশ্ন ফাঁস ঘিরে তোলপাড় সারাদিন। পরীক্ষা শুরুর আগেই D.EL.ED এর প্রশ্নের প্রতিলিপি প্রকাশ্যে। এদিকে এই ঘটনা ঘিরে পর্ষদ সভাপতির প্রতিক্রিয়া "প্রশ্ন ফাঁস হয়নি, ষড়যন্ত্র হয়েছে।" পর্ষদ সভাপতির কথায়, "পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকার ও পর্ষদকে অপদস্ত করছেন।"



রাজ্য জুড়ে ১৬০টি কেন্দ্রে সোমবার চলে ডিএলএড পরীক্ষা। দুর্নীতির অভিযোগের মধ্যেই এই পরীক্ষা নিয়ে অন্যরকম ছবি দেখা গেলেও প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে‌।



এদিন সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “সরকারকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। স্বচ্ছতা মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে প্রাথমিক পর্ষদ। ৪৬ হাজার পরীক্ষার্থীর সবাই কি প্রশ্ন জেনে পরীক্ষা দিচ্ছে? সরকার-পর্ষদকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে।’’



সভাপতির কথায়, "কোনও পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না। বোর্ড আগামীদিনে এই ঘটনার প্রেক্ষিতে যদি কোনও সিদ্ধান্ত নেয় তা ছাত্র স্বার্থেই নেবে। এই পরীক্ষা পদ্ধতি যাঁরা যুক্ত তাদের সততা, নিষ্ঠার উপর নির্ভর করে। এটা কোনও ফাঁসের ঘটনা নয়। এটা বিশ্বাসঘাতকতা। পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বাতিল নিয়ে এখনই কিছু বলছি না।''



পাশাপাশি, তিনি বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি ঘোষণার আগে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নিতে হবে। কিছু হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে, এটা প্রোটোকল বিরুদ্ধ। প্রোটোকল মেনেই কাজ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।