Latest News

6/recent/ticker-posts

Ad Code

B. Ed. : দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফল প্রকাশ হতে চলেছে বিএড সেমিস্টারের

B. Ed. : দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফল প্রকাশ হতে চলেছে বিএড সেমিস্টারের

B. Ed.


দীর্ঘ প্রতীক্ষার অবসান‌, অবশেষে প্রকাশ হতে চলেছে বিএড সেমিস্টারের ফল। আজ ২৯ নভেম্বর মঙ্গলবার বিএড পরীক্ষার ফল প্রকাশ করবে WBUTTEPA। এবছর প্রথমে পরীক্ষা অনলাইন হওয়ার কথা ঘোষনা করলেও পরে অফলাইনে হয় পরীক্ষা।



পর্দায় তিন মাস হয়ে গেলেও প্রকাশ হয়নি ফল। ফলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল পরীক্ষার্থীরা। অবশেষে জানা গেল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং এডুকেশন, প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (WBUTTEPA) ২৯ নভেম্বর সেই ফল প্রকাশ করবে।



বিএড চতুর্থ সেমিস্টারের ফল প্রকাশের দিনক্ষণ জানা গেল। আজ বেলা ১টায় প্রকাশিত হবে ফল। জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code