Partha Chatterjee: ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জিতবে’, আত্মবিশ্বাসী পার্থ চট্টোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মন্ত্রীত্ব থেকে সড়ানো হয়েছে তাঁকে। সড়ানো হয়েছে দলের সব পদ থেকেও। এখন তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। দলের সঙ্গে দূরত্ব বাড়লেও আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের জয় নিয়ে নিশ্চিত পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার আলিপুর আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। কোর্ট লকআপ থেকে চার নম্বর কোর্ট রুমে পেশ করার সময় আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, “তৃণমূল জিতবে।”
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, অশোক সাহা-সহ সাতজনের জেল হেফাজত শেষে আজ তাদের পেশ করা হয় আলিপুর আদালতে। চলছে সওয়াল জবাব। শারীরিক অসুস্থতাকে হাতিয়ার করে জামিনের আরজি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। অন্যদিকে জামিনের বিরোধীতা সিবিআই আইনজীবীর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊