জেনে নিন বিশ্বের সব থেকে সুন্দরী ম্যাচ রেফারি কে, Unseen Photo 

Karolina Bojar



বিশ্বের সব থেকে সুন্দরী ম্যাচ রেফারি বলা হয় ক্যারোলিনা বোজার (Karolina Bojar) কে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও বা ছবি (hot photo) শেয়ার করেন তিনি। 



২৪ বছর বয়সী ক্যারোলিনা (Karolina Bojar) পোল্যান্ডে থাকেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং শখে ম্যাচ রেফারি হিসাবে কাজ করেন।


Karolina Bojar


ক্যারোলিনা (Karolina Bojar) রেফারি হিসেবে মাঠে নামলেই ভাল ক্যামেরা ফুটেজ পান। গত এক বছর অবশ্য তাঁকে মাঠে দেখা যায়নি। তিনি ব্রেক নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। 

Karolina Bojar

সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয় এই ম্যাচ রেফারি। ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ফলোয়ার্স।


ইনস্টাগ্রামে ফুটবল নিয়ে প্রায়ই ভিডিও ও ছবি শেয়ার করেন তিনি। ক্যারোলিন (Karolina Bojar) বলেন, তিনি সুন্দর বলে ফুটেজ চান না। বরং চান, লোকে যেন তাঁকে কাজ দিয়ে বিচার করে। 


ক্যারোলিন অবশ্য তাঁর সৌন্দর্যের জন্যই এতটা জনপ্রিয়। তবে তিনি রেফারি হিসেবেও যথেষ্ট দায়িত্বশীল।