Aadhaar Card: আধার জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ UIDAI-এর
কোনো ব্যক্তির পরিচয় হিসেবে আধার কার্ড বা বৈদ্যুতিন আকারে গ্রহণ করার আগে তা যাচাই করে নিতে হবে। এমনটাই নির্দেশ কেন্দ্রের।ইউআইডিএআই বিভিন্ন রাজ্য সরকারকে এই আধার যাচাইয়ের বিষয়টিকে নজরে আনার নির্দেশ দিয়েছে।
পিআইবি একটি প্রেস রিলিজে একথা জানিয়েছে। প্রেস রিলিজের বলা হয়েছে, "ভারতের বিশেষ পরিচয়পত্র সংক্রান্ত কর্তৃপক্ষ ইউআইডিএআই আধারধারীর সম্মতিক্রমে আধার নম্বর যাচাই করে দেয় এবং এটি এম আধার, আধার পিভিসি, ই-আধার বা আধার চিঠির মতো যে কোন আধারের সত্যতা নিরূপণ করে।"
রিলিজে আরো বলা হয়েছে, "যেকোন অসামাজিক কাজকর্ম ও আধারের অপব্যবহার রুখতে এই পদক্ষেপ জরুরি। ইউআইডিএআই জানিয়েছে যেকোন ১২ সংখ্যার নম্বরই আধার নয়। আধার সংক্রান্ত নথিপত্র নকল করার বিষয়টি ইতিমধ্যেই ধরা পড়েছে। এ ধরনের জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। আধার আইনের ৩৫ নম্বর ধারা অনুযায়ী জরিমানাও করা হবে।"
রিলিজে বলা হয়েছে "আধারে থাকা কিউআর কোড ব্যবহার করে আধার যাচাই করা যায়। এম আধার অ্যাপ বা আধার কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে কিউ আর কোড পরীক্ষা করা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইওএস এই দু ধরনের মোবাইল ফোনে বিনামূল্যে কিউআর কোড স্ক্যানারের সুবিধা রয়েছে।"
সাম্প্রতিককালে আধারের তথ্য নকল করে বা জাল আধার কার্ড ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে বারবার। এই পরিস্থিতিতে জালিয়াতি রুখতে এই নির্দেশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊