Mithun Chakraborty : বাঁকুড়া থেকে আসানসোল আসার পথে দুর্ঘটনার কবলে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি


Mithun Chakraborty




রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-


বাঁকুড়া থেকে আসানসোল আসার পথে দুর্ঘটনাগ্রস্ত বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি (Mithun Chakraborty)।অল্পের জন্য রক্ষা পেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার আসানসোলের শীতলায় বিজেপির জেলা কার্যালয়ে মিঠুন চক্রবর্তীর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাখা ছিল। 

জানা গিয়েছে এদিন বাঁকুড়া থেকে আসানসোলে দলের সাংগঠনিক বৈঠকে আসার পথে বাঁকুড়া জেলায় এক রাস্তায় বাঁক নেওয়ার সময় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়ির সামনে ও পেছনে ক্ষতি হয়। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় মিঠুন চক্রবর্তী সহ যারা গাড়িতে ছিলেন তাদের কারোর কোন আঘাত লাগেনি। 

এরপর সেই গাড়ি করেই আসানসোলে ২ নং জাতীয় সড়কে ধাদকা মোড় সংলগ্ন দলের জেলা কার্যালয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ এসে তিনি এসে পৌঁছান। আসানসোলে দলের সাংগঠনিক বৈঠক শেষ করে মিঠুন (Mithun Chakraborty) এই গাড়ি নিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভায় দলের সভায় যোগ দেন।