বাঙালি কন্যা সুস্মিতা সেন

সুস্মিতা সেন



২৮ বছর আগে ভারতীয় এই সুন্দরীর মাথায় শোভা পেয়েছিল বিশ্বসুন্দরীর মুকুট। বাঙালি কন্যা সুস্মিতা সেন সারা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন। বিশ্বসুন্দরীর মঞ্চে সেরার শিরোপা উঠেছিল এই বাঙালি মেয়ের মাথাতেই। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। সুস্মিতাই প্রথম ভারতীয় হিসেবে এই উপাধি লাভ করেন।


১৯৭৫ সালের ১৯ নভেম্বর জন্ম সুস্মিতার। সুস্মিতা সেন হায়দ্রাবাদে বাঙালী বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সুবীর সেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন উইং কমান্ডার এবং মা সুভ্রা সেন অলঙ্কার ডিজাইনার এবং দুবাইভিত্তিক একটি দোকানের মালিক।


সুস্মিতা বলিউডে অভিনয় শুরু করেন। ‘দস্তক’, ‘জোর’, ‘সির্ফ তুম’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘নায়ক’, ‘ফিলহাল’, ‘ম্যয় হুঁ না’, ‘বেওয়াফা’ নতুন হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবি ‘নির্বাক’এ সুস্মিতাকে দেখা গিয়েছে। শুধু অভিনয় নয় সুস্মিতা তার স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্যও আলাদা করে সম্মান কুড়িয়েছেন।

সুস্মিতা সেন সাহারুখ


এছাড়া ওয়েব সিরিজ দেখা গেছে সুস্মিতাকে। সুস্মিতা অভিনীত ‘আরিয়া’ দর্শক মহলে ভীষণ প্রশংসিত হয়েছে। 

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর কথা কানাঘুষো হিসেবে উঠে এসেছে। একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে বিয়ের পিঁড়িতে বসেননি। বিয়ে না করেই দুই সন্তানের জননী হয়েছেন সুস্মিতা। রেনে এবং আলিশাকে দত্তক নিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী। সুস্মিতা সেন যখন বিয়ে না করেও মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সমাজের অনেক কটুক্তি সহ্য করতে হয়েছিল তাঁকে।


আজ তার জন্মদিন। গত সপ্তাহে একটি পোস্টে “বোর্ডের জন্য প্রস্তুত…ওড়ার সময়…বার্থ ডে গার্লের জন্য এক সপ্তাহের গণনা শুরু হয়ে গিয়েছে! ওহ আমি উল্লেখ করছি…আমি জন্মদিন ভালবাসি”! এটা তাঁর জন্য সুপারস্পেশ্যাল তার উল্লেখ করে সকলকে প্রতিবারের মতো ভালবাসা জানিয়ে, দুগ্গা দু্গ্গা বলে শেষে করছেন তাঁর ক্যাপশন।