SSC: সুখবর! শূন্যপদ বাড়লো স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবলে
স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল নিয়োগে বৃদ্ধি পেল শূন্যপদের সংখ্যা। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কনস্টেবল জিডি 2022-এর সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করেছে আর তাতেই দেখা যাচ্ছে আগের তুলনায় শূন্যপদ বাড়লো অনেকটা। আগে শূন্যপদের সংখ্যা ছিল 24369 যা বেড়ে এখন শূন্যপদের সংখ্যা হয়েছে 45284।
স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ তে শূন্যপদের তালিকা বেড়িয়েছে তার অনুসারে 40274 জন পুরুষ প্রার্থী, 4835 জন মহিলা প্রার্থী এবং 175টি NCB পদে নিয়োগ করা হবে। শূন্যপদের তালিকা অনুযায়ী, BSF-এ 20765টি পদ, CISF-এ 5914টি পদ, CRPF-এ 11169টি পদ, SSB-এ 2167টি পদ, ITBP-এ 1787টি, AR-তে 3153টি, SSF-এ 154টি পদ পূরণ করা হবে।
স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ চলছে আবেদন গ্রহন মা চলবে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত। স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা 10 তম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে হবে। আবেদন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন: APPLY HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊