SSC কাণ্ডে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, SIT থেকে বাদ পড়লেন CBI-এর ২ আধিকারিক
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইয়ের সিট পুনর্গঠন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি কান্ডে ৫৪২ জনের বেআইনি নিয়োগে ৬ মাস আগেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। গত ১৭ জুন এজন্য সিট গঠন করেন বিচারপতি। কিন্তু এতদিনেও মাত্র ১৬জনকে জিজ্ঞাসাবাদ করে সিট।
আর তাই অসন্তোষ প্রকাশ করে এবার নতুন সিট গঠন করলেন বিচারপতি। তদন্তের দায়িত্ব থেকে বাদ দেন ডেপুটি সুপার কেসি রিশিনামালো ও ইন্সপেক্টর ইমরান আশিককে। বদলে বিশ্বনাথ চক্রবর্তী, অংশুমান সাহা, প্রদীপ ত্রিপাঠী, ওয়াসিম আক্রম খানকে সিটে সংযুক্ত করা হয়। প্রধান তদন্তকারী আধিকারিক হিসাবে নিয়োগ করলেন CBI-এর একজন DIG-কে।
অখিলেশ সিং নামে এক আধিকারিককে প্রধান তদন্তকারী আধিকারিকের দায়িত্ব দেন দেন। সাত দিনের মধ্যে তার বদলির নির্দেশ দেন আদালত। বিচারপতি আশাবাদী এতে তদন্ত এগোবে। এখন দেখার আদালতের তৎপরতার পর কি করে সিবিআইয়ের সিট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊