বাঙালি সাজে গোয়ার সমুদ্রতট ভ্রমণে ঋতাভরী
বাঙালি সাজে গোয়ার সমুদ্রতট ভ্রমণে ঋতাভরী । সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গোয়ায় গিয়েছেন ঋতাভরী। সেখান থেকেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্ররঙা সাজে নজর কাড়ছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), বরুণ ধবন (Varun Dhawan), সারা আলি খান (Sara Ali Khan), কার্তিক আরিয়ান (Kartik Aryaan) ও অন্যান্য বলি তারকা।
আজ ইনস্টাগ্রামে ঋতাভরী গোয়ায় কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। গোয়ার সমুদ্রতটে তাঁর ছকভাঙা শাড়ি-সাজ বেশ অবাক করেছে নেটিজেনদের। ছবির ক্যাপশানে ঋতাভরী লিখেছেন, 'সূর্য, সমুদ্র এবং আমি।'
প্রাচ্য হোক বা পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী। নীল শাড়িতে অপরূপ লাগছে তাঁকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊