Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary Recruitment: প্রাথমিক নিয়োগে ফের এক মামলা, এবার আদালতে স্পেশাল বিএডরা

Primary Recruitment: প্রাথমিক নিয়োগে ফের এক মামলা, এবার আদালতে স্পেশাল বিএডরা


Kolkata High Court

প্রাথমিক টেটে ফের মামলা। এবার মামলা স্পেশাল বিএড ট্রেনিং প্রাপ্তরা। তাঁদের দাবি, স্পেশাল বিএড থাকলেও প্রাথমিকে তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে না। কেন স্পেশাল বি.এডদের সুযোগ দেওয়া হবে না? কেন পারবে না টেটে অংশ নিতে? এই প্রশ্ন তুলেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করা হয়েছে বলে খবর।



প্রাথমিক নিয়োগ নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এমতবস্থায় ফের এক মামলা করলো স্পেশাল বিএড-রা অর্থাৎ স্পেশাল চাইল্ডের নিয়ে ট্রেনিং প্রাপ্ত পড়ুয়ারা।



প্রাথমিকে নিয়োগ এবং টেট পরীক্ষা দুটি ক্ষেত্রেই তাদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। অনেক প্রাইমারি স্কুলে স্পেশাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল বি-এড শিক্ষকদের প্রয়োজন বলে তাদের দাবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code