Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন করে সেজে উঠছে মাইথন

শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন করে সেজে উঠছে মাইথন

মাইথন




রামকৃষ্ণ চ্যাটার্জী: মাইথন:-

শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন করে সেজে উঠছে মাইথন। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের মাইথন জলাধার তার নৈসর্গিক দৃশ‍্যের জন‍্যে পর্যটকদের কাছে বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।এর সাথে যোগ হয়েছে কল‍্যাণেশ্বরী মন্দিরের মাহাত্ম।

সব মিলিয়ে এমনিতেই সারাবছর পর্যটকদের আসা যাওয়া থাকে এই মাইথন জলাধারে। তবে শীতের মরশুমে ভ্রমণ পিপাষু পর্যটকদের ভিড় বাড়ে এই জলাধারে। এই সময় পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রশাসনিক স্তরে যেমন বেশ কিছু উদ‍্যোগ গ্রহণ করতে দেখা যায়। তেমনই পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন‍্যে ও মনোরঞ্জনের জন‍্য স্থানীয় ব‍্যবসায়ী থেকে নৌকা চালকেরা প্রস্তুত হয়ে ওঠে।


মাইথন


করোনা অতিমারীর দুই বছর পেরিয়ে এবারেও দেখা গেল নৌ চালক ও ব‍্যবসায়ীদের মধ‍্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বুধবার মাইথন জলাধারে পৌঁছে দেখা যায় নৌ-চালকেরা তাদের নিজে দের বোট ও নৌকাগুলি সংস্কারের কাজ শুরু করে ছেন। তারা আশা করছেন অতিমারীর দুই বছর পেরিয়ে এই মরশুমে তারা অনেক ভালো রোজগার করতে পারবেন।

সব মিলিয়ে মাইথন জলাধার পর্যটন কেন্দ্রে স্থানীয় ব‍্যবসায়ী থেকে অধিবিসীদের মধ‍্যে পর্যটনের মরশুমকে ঘিরে আসায় বুক বাঁধছে নৌকা চালক থেকে ব্যবসায়ীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code