Primary TET: ১১ই ডিসেম্বরের টেট পরীক্ষা নিয়ে একাধিক বড় ঘোষনা পর্ষদের
আগামী ১১ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট। আর এই প্রাথমিক টেট নিয়ে একাধিক বড় ঘোষনা দিল পর্ষদ। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। এই পরিস্থিতিতে বারেবারে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার কথা জানিয়েছেন বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল। এবার ১১ই ডিসেম্বরের টেট পরীক্ষা নিয়ে একাধিক বড় ঘোষনা দিল পর্ষদ।
টেট পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে বড় উদ্যোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার থেকে রেজাল্টের সঙ্গে পরীক্ষার্থীরা তাঁদের OMR শিট হাতে পাবেন। কোন প্রশ্নে কত নম্বর পেয়েছেন, OMR শিটে তারও উল্লেখ থাকবে।
প্রাথমিকে শিক্ষক দুর্নীতি কাণ্ডে ফাঁকা OMR শিট জমা করে পাস করিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ফেল করা পরীক্ষার্থীদের নম্বর বাড়িয়ে পাশ করার অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি OMR শিট নষ্ট করার অভিযোগও উঠেছে বোর্ডের বিরুদ্ধে। এই সব অভিযোগের প্রেক্ষিতে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এবার এই বিশেষ উদ্যোগ বোর্ডের।
পাশাপাশি, পর্ষদের আশ্বাস ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে টেট পাশ সার্টিফিকেট দেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেরাই জেনে নিতে পারবেন মডেল উত্তর এবং ওএমআর শিটের প্রতিলিপি। এমনকি জানানো যাবে অভিযোগ।
সূত্রের খবর, রাজ্যের শিক্ষা মন্ত্রী একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতাই নিশ্চিত করতে বলেছেন। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি শুনেছেন শিক্ষামন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊