সাইকেলে করে লাদাখ যাত্রা

সাইকেলে করে লাদাখ যাত্রা



রামকৃষ্ণ চ্যাটার্জী- আসানসোল:-


হুগলির জনাই থেকে বেরিয়ে ছেন লোকেশ বিশ্বাস। সাইকেলে করে লাদাখ যাত্রা। দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিল মোটরবাইকে লাদাখ ভ্রমণের। তবে অর্থের জোগান না থাকায় মোটর বাইক কেনা হয়নি।শেষ পর্যন্ত স্বপ্ন পূরণে সাইকেলই ভরসা হয়ে দাড়ায়।


গত তিনদিন আগেই তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। পথে বিভিন্ন মানুষের সহযোগিতা তাকে আকৃষ্ট করেছে। সমাজের উদ্দেশ‍্যে বলতে চেয়েছেন,স্বপ্ন দেখার অভ‍্যাস থাকা ভালো। ভালো স্বপ্ন পূরণের আকাঙ্খা।


তবে এদিন লোকেশ বিশ্বাস বংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুডি চেকপোস্টে পৌঁছালে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁডির আধিকারিক অলোকেশ ব্যানার্জী নিজে তার আতিথিয়তার ব‍্যবস্থা করে । একই সাথে যাত্রা পথের জন্য রসদ হিসাবে পানীয় জল ও ফল মিস্টি তুলে দেওয়া হয় লোকেশের হাতে একই সাথে কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে ফল ও পানীয় জল তুলে দেওয়া হয় ।


পাশাপাশি দুপুরের আহারাদির ব‍্যবস্থা সহ তার পর্যাপ্ত রেস্টের ব‍্যবস্থাও করা হয়। রাজ‍্যের প্রান্ত সীমান্তে এসে পুলিশের এই ব‍্যবহারে অভিভূত হয়ে পড়ে লোকেশ। সংবাদ মাধ‍্যমকে জানায়, বর্তমানে রজ‍্যের পুলিশ শুধুমাত্র আইনের রক্ষক নয়,তারা সমাজের বন্ধু হয়েও দাঁড়িয়েছে।