Breaking : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করলো ইডি

anubrata mandal



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছায় ইডির বিশেষ দল। ইডির তিন সদস্যের দল আসানসোল সংশোধনাগারে পৌঁছায় সকাল ১১ টা বেজে ২৫ মিনিট নাগাদ।


গত ১৭ অক্টোবর ইডি দিল্লি নিয়ে গেছিল অনুব্র‍ত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল, সায়গল হোসেন এবং মনীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেই অনুব্রত মন্ডলের নাম পেয়েছিল ইডি। সেই মত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সিবিআই আদালতে আবেদন করে ইডি।


আদালত সেই আবেদন মঞ্জুর করে। বৃহস্পতিবার প্রথমবার অনুব্রত মন্ডলকে জেরা করে ইডি।


দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসা বাদের পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করলো ইডি।


আজ ১১টা ২৫ নাগাদ প্রথমবার গরু পাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে ৩জন ইডির আধিকারিক প্রবেশ করে। বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয় অনুব্রতকে। তবে তদন্তে অসহযোগীতা করার জন্য আজ তাকে শোন অ্যারেস্ট করে ইডি।