Latest News

6/recent/ticker-posts

Ad Code

Krishak Bandhu : কৃষক বন্ধু প্রকল্পের পরিসেবা বাড়িতেই পেলেন অসুস্থ কৃষক

দুয়ারে সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরিসেবা বাড়িতেই পেলেন অসুস্থ কৃষক 



গোটা রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকারের বিভিন্ন  প্রকল্পের কাজ। জনগনের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের কাজ একত্রিত করে উপহার দিচ্ছে রাজ্য সরকার।  প্রকল্প গুলির মধ্যে কৃষক বন্ধু অন্যতম। 


কৃষি বিভাগের এই প্রকল্পে ফর্ম ফিলাপ করে প্রয়োজনিয় কাগজ জমা দিতে হয় এবং ব্যাক্তির ছবি তুলতে হয়। শারিরীক অসুস্থতার কারনে  বুড়িরহাট ১নং গ্রাম পঞ্চায়েত পশ্চিম ভুল্কী গ্রামের ধরনী বর্মন ও নাজিরগঞ্জ গ্রামের বাসিন্দা খগেন্দ্র বর্মন আসতে পারেনি। 


অবশেষে দিনহাটা দুই নং ব্লকের ADA সুভাশিষ চক্রবর্তীর নির্দেশে কে পি এস মিঠুন সরকার ও KB GD Auditor  শ্যামল সরকার কৃষকের বাড়িতে গিয়ে পরিসেবা পৌঁছে দেন। এই পরিসেবা পেয়ে খুশি কৃষক ও কৃষক পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code