Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lottery : ডিয়ার লটারীর নামে জাল টিকিটের রমরমা কারবার

Dear Lottery : ডিয়ার লটারীর নামে জাল টিকিটের রমরমা কারবার


Dear Lottery



রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-


ডিয়ার লটারীর (Dear Lottery) নামে জাল টিকিটের রমরমা কারবার কুলটি ব্লকে। প্রশাসন নীরব দর্শক। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা! বাজারে ডিয়ার ছয় টাকা মূল্যের লটারি টিকিটের আড়ালে চলছে ঝাড়খন্ড লটারি নামে অবৈধ ব্যবসা। বেশি কমিশনের আসায় ফাঁদে পা দিচ্ছেন লটারি বিক্রেতারা।




অভিযোগ বৈধ লটারি ডিয়ার তার প্রতি টিকিটের মূল্য ছয় টাকা কিন্তু এই ঝাড়খন্ড নামে লটারীর মূল্য ১০টাকা প্রতি টিকিটে এবং এই ঝাড়খন্ড লটারি টিকিট ১টির মধ্যে তিনসেম,পাঁচসেম,দশ ও পনেরো, কুড়ি সেম বলে বাজারে বিক্রি হচ্ছে বলে খবর।




পুরুস্কার বেশি এই লোভে গ্রাহকরা এই ঝাড়খন্ড লটারি ক্রয় করছে বলে খবর। তবে ডিয়ার বৈধ লটারীর (Dear Lottery) পুরুস্কার লাগলে যেমন যেকোনো লটারি এজেন্সিতে পাওয়া যাবে।সেক্ষেত্রে এই ঝাড়খন্ড নামে লটারি পুরুস্কার যে লটারি বিক্রেতার কাছে ক্রয় করবে সেই লটারি বিক্রেতা পুরুস্কার দেবে অন্য কোনো লটারি বিক্রেতা এই পুরুস্কার দেবেনা বলে জানা যায়।




এই ঝাড়খন্ড লটারি দিনে তিনবার যেমন খেলা হয় সেইরকম খেলা হয়। এবং বৈধ লটারি টিকিটের রেসাল্ট ব্যবহার করা হয়। ঝাড়খন্ড লটারি টিকিটের কোনো আলাদা রেসাল্ট নেই। ফলে ডিয়ার লটারীর রেসাল্ট ব্যবহার হয়।




পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কোনো কর ছাড়াই অবৈধ ভাবে কুলটি ব্লকের বিভিন্ন বাজার ও এলাকায় চলছে এই অবৈধ লটারীর রোমরোমা কারবার। নিয়ামতপুর, কুলটি, বিভিন্ন এলাকায় এই কারবার রমরমিয়ে চলছে। এই ঝাড়খন্ড অবৈধ লটারীর কোড সংখ্যা আছে বিএস ২, বিএস ৪, বিএস ৬, এস আর আই পভীতি, আর এই নিয়ে কুলটি ব্লকের বিজেপি নেতৃত্ব টিঙ্কুবর্মা সরাসরি এর জন্য প্রশাসন ও শাসকদল নেতৃত্বের দিকে আঙ্গুল তুলেছেন।




টিঙ্কু বর্মা বলেন এই ঝাড়খন্ড লটারি টিকিট কেটে প্রতিদিন দিন আনা দিন খাওয়া শ্রমিক মজদুর সর্ব শান্ত হচ্ছে এই বিষয়টি নিয়ে নিয়ামতপুর ফাঁড়িতে দিন কয়েক আগে ডেপুটেশন দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং পুলিশ আশ্বাস ও দিয়েছেন। কিন্তু এখনো এই ঝাড়খন্ড লটারি টিকিটের কারবার বন্ধ হয়নি। রমরমিয়ে চলছে এই কারবার।



সবটাই শাসকদল ও পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা টিঙ্কু বর্মা। একই সাথে কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় এই অবৈধ ঝাড়খন্ড লটারি প্রসঙ্গে বলেন এই ঝাড়খন্ড নামে যে লটারি আমরা খবর নিচ্ছি এবং আমরা প্রশাসনকে গিয়ে বলবো যেন এই ঝাড়খন্ড লটারি টিকিট বিক্রি যেন বন্ধ হয়। এখন দেখার এই অবৈধ ঝাড়খন্ড লটারি নামে বাজারে বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code