Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Primary TET : প্যারাটিচারদের জন্য সুখবর , নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

WB Primary TET : প্রাথমিকর শিক্ষক নিয়োগে এবার সুযোগ পাচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও


kolkata high court



প্রাথমিকর শিক্ষক (primary teachers recruitment) নিয়োগে এবার সুযোগ পাচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও (para teachers)। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (kolkata high court)।


সোমবার একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।


টেটে (primary tet) বসার সুযোগের আর্জি জানিয়ে একটি মামলা হয়েছিল হাইকোর্টে (kolkata high court)। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) এই নির্দেশ দিয়েছেন। তবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) ঘোষণা অনুযায়ী, 21 নভেম্বরই ছিলো টেট পরীক্ষার আবেদনের শেষ দিন।


প্রাথমিকভাবে বলা হয়েছিল, ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে প্রাথমিকে কর্মরত প্যারাটিচারদের জন্য। সোমবার আদালত যে নির্দেশ দিয়েছে, তাতে ওই ১০ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও (para teachers) । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code