Latest News

6/recent/ticker-posts

Ad Code

FIFA World Cup: যুদ্ধবিমানের ঘেরাটোপে কাতার পৌঁছালো পোলান্ড ফুটবল টিম

FIFA World Cup: যুদ্ধবিমানের ঘেরাটোপে কাতার পৌঁছালো পোলান্ড ফুটবল টিম

Poland football team




যুদ্ধবিমানের ঘেরাটোপে কাতার পৌঁছালো পোলান্ড ফুটবল টিম। বিশ্বকাপ খেলতে কাতার উড়ে যাওয়া ফুটবল টিমের বিমানকে দু’টি এফ -১৬ (F-16) ফাইটার জেট নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। পোল্যান্ড ফুটবল সংস্থার টুইটারে করা একটি পোস্ট নিয়ে রীতমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।




রাশিয়ান-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে পোলান্ডেও। গত মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় দুই নাগরিকের মৃত্যু হয় পোল্যান্ডে। যদিও হামলা কে করেছে তা নিয়ে কোনো খবর নেই। তবে অনেকে মনে করছেন এর পিছনে রয়েছে ইউক্রেনের হাত। যদিও জেলেনস্কির দেশ অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।



কাতার বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকো। লেওয়নডস্কিদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর। প্রতিপক্ষ মেক্সিকো। ২৬ নভেম্বর পোল্যান্ডের সামনে সৌদি আরব। ১ ডিসেম্বর আবার আর্জেন্টিনার সামনে লেওয়নডস্কির পোল্যান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code