Latest News

6/recent/ticker-posts

Ad Code

Facebook: তিন পরিবর্তন আনছে ফেসবুক, ডিসেম্বর থেকেই প্রোফাইলে দেখা যাবে না তিনটি তথ্য

Facebook: তিন ফিচারস লুপ্ত হতে চলেছে ফেসবুকে


Facebook



ইউজারদের জন্য একাধিক ফিচারস নিয়ে আসে ফেসবুক। তবে এবার তিন ফিচারস লুপ্ত হতে চলেছে ফেসবুকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মেটার ফেসবুকে আস্তে চলেছে পরিবর্তন। এবার থেকে প্রোফাইলে দেখা যাবে না তিনটি তথ্য।



রাজনৈতিক মতামত, ঠিকানা ও ইন্টারেস্টেড ইন এই তিন বিষয় আগামী ১লা ডিসেম্বর থেকে লুপ্ত হতে চলেছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মেটা, তা এখনও জানা যায়নি।



সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা (Matt Navara) এই তথ্য একটি স্ক্রিনশ্যুট শেয়ার করে টুইট করেছেন। স্ক্রিনশট টুইটারে শেয়ার করে তিনিই জানিয়েছেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে ইউজার প্রোফাইলে তিনটি কলাম না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code