নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! মিডলম্যানের বাড়িতে দিলীপ ঘোষের দলিল! 


Dilip Ghosh



নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যানের বাড়িতে মিলল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দলিল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যানের ভূমিকায় থাকা প্রসন্ন রায়ের বাড়ি থেকে মিলেছে সেই দলিল।



সিবিআই দাবি করেছে, মিডলম্যানদের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের থেকে টাকা তোলা হত। এবার ধৃত সেই মিডলম্যানের সঙ্গেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পরিচয় ছিল সামনে এল।



প্রসন্ন রায়ের বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে, সেই সিজার লিস্ট ইতিমধ্যে জমা দিয়েছে সিবিআই। তার আট নম্বর পয়েন্টে লেখা, সৌভিক মজুমদার এবং দিলীপকুমার ঘোষের মধ্যে ২০২২ সালের ২২ এপ্রিল হওয়া ডিড।



দক্ষিণ ২৪ পরগনার একটি জমি কেনাবেচার দলিল বলে সিবিআই সূত্রের খবর। দিলীপ ঘোষের কথায়, ইলেকট্রিক কানেকশনের জন্য এই দলিল দিয়েছেন। তারা একি ফ্ল্যাটে থাকতেন‌ তবে জানতেন না অন্য কাজের সঙ্গে যুক্ত।