Primary: প্রাথমিকের মামলায় ডিভিশন বেঞ্চে পর্ষদ


Kolkata High Court

প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। ২০১৪-এর টেটের পরিপ্রেক্ষিতে ২০২০ এ দ্বিতীয়বার নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল পর্ষদ। ১৬৫০০ শূন্যপদ পূরণ হলেও আরো শূন্যপদ রয়েছে বলে দাবি প্রার্থীদের। সেই মতোই নিয়োগের দাবিতে হয় মামলা।



মামলায় উঠে আসে ৩৯২৯টি শূন্যপদ রয়েছে। মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত ২৬ সেপ্টেম্বর নিয়োগের নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল পর্ষদ।



এদিকে ২০২২-এর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ২০১৬-এর নিয়োগ প্রক্রিয়ায় এখোনো শূন্যপদ রয়েছে বলে মামলা দায়ের হয়েছে আদালতে।



এদিকে ২০১৭ সালে টেটের নম্বর প্রকাশিত হওয়ার পর ফের হাইকোর্টে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। দাবি, আদালত ২০১৪-সালের টেটের নম্বর প্রকাশের নির্দেশ দিলেও পর্ষদ শুধু ২০১৭-এর টেটের নম্বর প্রকাশ করেছে।