Latest News

6/recent/ticker-posts

Ad Code

Recruitment Scam: 'বেনামী নিয়োগের কৈফিয়ৎ তলব', আদালতের হাজিরা দিলেন শিক্ষা সচিব

Calcutta Highcourt: 'বেনামী নিয়োগের কৈফিয়ৎ তলব', আদালতের হাজিরা দিলেন শিক্ষা সচিব





'কার নির্দেশে অবৈধদের শূন্যপদে নিয়োগের জন্য আবেদন কমিশনের?' নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্ন তুলে সিবিআই তদন্তের পাশাপাশি রাজ্যের শিক্ষা সচিবকে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচাপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীদের কাছে জানতে চান, কার নির্দেশে করা হয় এহেন আবেদন। ‘কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগ? কে করল বেনামি আবেদন? বিচারপতির প্রশ্নের জবাবে কোনও লিখিত প্রমাণ দাখিল করতে পারেননি কমিশনের আইনজীবী। উত্তর না পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।



আজ সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো আজ হাজির দেন শিক্ষাসচিব মনীশ জৈন। এদিকে গতকাল আদালতের এই নির্দেশের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিভিন্ন বেঞ্চে রাজ্য।


বুধবার রাত ২টোয় সময় জরুরি ভিত্তিতে রাজ্য়ের তরফে ইমেল করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আদালত সূত্রে খবর, আজই ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code