নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠালো CBI, চাপ বাড়লো নবম-দ্বাদশ শিক্ষকদের 


CBI raids
এবার ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের তথ্য চেয়ে পাঠালো গোয়েন্দা সংস্থা। ২০১৮-র ৮ই মার্চ তারিখ হিসেবে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে নিয়োগ পাওয়াদের সুপারিশপত্র ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জারি করা নিয়োগপত্রের সবিস্তার খতিয়ান চাওয়া হয়েছে।


আরো জানানো হয়েছে, ওই তারিখের পর যে সব অতিরিক্ত প্রার্থীর নাম তথ্যভাণ্ডারে যুক্ত করা হয়েছে ও যাঁরা বেতন পাচ্ছেন, তাঁদেরও সবিস্তার তথ্য চেয়েছে সিবিআই। চাকরি থেকে ইস্তফা দিলেও তাঁদের তথ্য দিতে হবে। 


শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহে সিবিআইয়ের চাওয়া তথ্য গুলি নিজাম প্যালেসে পাঠানো হবে।