Latest News

6/recent/ticker-posts

Ad Code

SKOCH award: ফের নয়া পালক রাজ্যের মুকুটে

ফের নয়া পালক রাজ্যের মুকুটে


Mamata Banerjee





ফের নয়া পালক রাজ্যের মুকুটে। করোনাকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে নিজেই রাজ্যবাসীকে এই সুখবর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পের অধীনে রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। যার জন্য এবার পুরস্কৃত বাংলা। নারী ও শিশুকল্যাণ বিভাগে প্ল্যাটিনাম পেল রাজ্য।



এদিন টুইটে তিনি লেখেন, ‘‘নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। আমি অত্যন্ত গর্বিত। নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছি আমরা। এই পুরস্কার শুধু সরকারের স্বীকৃতি নয়, বাংলার ১ কোটি ৮০ লক্ষ মহিলারও স্বীকৃতি।’’



একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার আগে ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতই এই প্রকল্প চালুই করা হয়। এর আগে শিক্ষা থেকে শিল্প। স্কচ পুরস্কার (SKOCH award) জিতে নিয়েছে রাজ্যের একাধিক প্রকল্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code