Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mahia Mahi: রাজনীতির ময়দানে নামলেন অভিনেত্রী মাহিয়া মাহি

Mahia Mahi: রাজনীতির ময়দানে নামলেন অভিনেত্রী মাহিয়া মাহি 

Mahia mahi




ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি এবার রাজনীতির ময়দানে। সম্প্রতি এমনি খবর পাওয়া গেল। বাংলাদেশের রাজনীতির ময়দানে এবার মাহিয়া মাহির সফর শুরু। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আর সেখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মাহি।




ফেসবুকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠি শেয়ার করেছেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।




মাহির স্বামী রাকিব সরকার আগে থেকেই রাজনীতিতে যুক্ত। গাজীপুর মহানগর যুবলীগ নেতা। আর এবার রাজনীতিতে মাহিও।



একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code