Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal School: স্কুল পড়ুয়াদের বই পড়ার অভ্যাস তৈরিতে নয়া উদ্যোগ রাজ্য স্কুল শিক্ষা দফতরের

West Bengal School: স্কুল পড়ুয়াদের বই পড়ার অভ্যাস তৈরিতে নয়া উদ্যোগ রাজ্য স্কুল শিক্ষা দফতরের


WBBSE CLASS VI TO X EXAM



স্কুল পড়ুয়াদের বই পড়ার অভ্যাস তৈরিতে নয়া উদ্যোগ রাজ্য স্কুল শিক্ষা দফতরের। রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে পড়ুয়াদের মানসিক বিকাশ গঠনের জন্য বই পড়ার অভ্যাস তৈরিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের।


কয়েক দফা গাইডলাইনে বলা হয়েছে - 

  • পাঠ্যক্রমের বাইরে গিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে
  • পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রতি মাসে অন্তত তিনটি করে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে
  • ছাত্রছাত্রীরা প্রতি মাসে সবথেকে বেশি সংখ্যক বই পড়বে, তাদের নাম স্কুলের একটি নির্দিষ্ট জায়গায় বা নোটিশ বোর্ডে টাঙানো হবে।
  • পড়া বইগুলি সম্পর্কে আলোচনা করার অনুমতি দিতে হবে। পুরস্কৃত করতে হবে স্কুল কর্তৃপক্ষদের।
  • স্কুল লাইব্রেরিগুলিতে উন্নত মানের বই রাখার পাশাপাশি লাইব্রেরীগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকাদের নতুন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। 
  • স্কুলের লাইব্রেরী, কম্পিউটার ল্যাবরেটরি পরিদর্শনের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে হবে। 


উল্লেখ্য, গ্রাজুয়েশন সেরিমনি থেকে শুরু করে শিশু সংসদ স্কুলে নেওয়া হচ্ছে। এবার বই পড়ার অভ্যাস তৈরি করতে উদ্যোগী রাজ্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code