Latest News

6/recent/ticker-posts

Ad Code

Samantha Ruth Prabhu: অসুস্থ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, মায়োসাইটিস রোগে আক্রান্ত-ভর্তি হাসপাতালে

Samantha Ruth Prabhu: অসুস্থ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, মায়োসাইটিস রোগে আক্রান্ত-ভর্তি হাসপাতালে


Samantha Ruth Prabhu



‘পুষ্পা’ ছবির ‘ও আন্তাভা’ গানে নজরকাড়া অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মায়োসাইটিস রোগে আক্রান্ত, ভর্তি হাসপাতালে। গত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব সামান্থা। অসুস্থ অভিনেত্রী চলছিল গুঞ্জন। আর সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই।




সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘যশোধার ট্রেলারকে তোমরা যে ভালোবাসা দিয়েছো তা অভাবনীয়। এই ভালোবাসা আর আত্মিক যোগটাই আমার শক্তি যা আমাকে জীবনের না শেষ হওয়া চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে লড়াই করবার সাহস যোগায়। মাস কয়েক আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন (স্বতঃঅনাক্রম্য) রোগে আক্রান্ত হয়েছি। ভেবেছিলাম এই সমস্যাটা একটু লাঘব হলে তোমাদের জানাব, তবে একটু বেশিই সময় লাগছে’।




সামান্থা যোগ করেন, ‘নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়াটা এমন একটা বিষয় যার সঙ্গে আমি এখনও লড়াই চালিয়ে যাচ্ছি। চিকিৎসকরা আশাবাদী আমি খুব শীঘ্রই সেরে উঠব। আমার ভালো দিন যাচ্ছে, খারাপ দিন যাচ্ছে… শারীরিক এবং মানসিকভাবে।" তিনি আরো লেখেন, মাঝেমধ্যে মনে হচ্ছে আর একটা দিনও আমি সহ্য করতে পারব না। তখনই দেখছি সেই মুহূর্তটা কেটে যাচ্ছে, আমার মনে বলছে- আমি সুস্থতার পথে আরও একটু এগিয়ে গেলাম। অনেক ভালোবাসা সকলকে’।




সামান্থা মায়োসাইটিস রোগে আক্রান্ত। এটি একটি অটোইমিউন রোগ। যার জেরে পেশী আবৃত কোষগুলিতে প্রদাহ দেখা যায়। এতে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও ব্যথা, পিঠের নীচের দিকে ব্যথা এবং হাঁটুতে ব্যথা বেড়ে যায়। রোগীর হাঁটতে সমস্যা দেখা যায়, শরীরে ক্লান্তি আসে, এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code