Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET: টেটে আবেদন করতে ভুল করেছেন? কি করবেন? কি জানালো পর্ষদ

TET: টেটে আবেদন করতে ভুল করেছেন? কি করবেন? কি জানালো পর্ষদ


Primary TET 2022




১৪ই অক্টোবর শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় আবেদন করতে কি আপনি কোন ভুল করেছেন? চিন্তায় ভুগছেন? কি করবেন কি করবেন না ভাবছে? তথ্য বলছে ইতিমধ্যে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে আর তাতে অনেকের জন্ম তারিখ ভুল কেউবা শিক্ষাগত যোগ্যতায় ভুল করে বসেছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভুল করে বসেছেন আর এখন বসে হাত কামড়াচ্ছেন। জানা যাচ্ছে এই বিষয়ে চিন্তা ভাবনা করছে পর্ষদ।




পর্ষদের এক কর্তা বলেন, এটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না-হলেও হয়তো, ভবিষ্যতে একটা সংশোধনীর সুযোগ দেওয়া হবে। তবে, সমস্ত তথ্য নতুন করে সংশোধনের সুযোগ দেওয়া যাবে না। 



১৪ই অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। ১১ই ডিসেম্বর রাজ্যজুড়ে টেট পরীক্ষা। হাতে সময় খুব কম। ফলে একটা চাপ তো আছেই। এর মধ্যে আবেদন করতে ভুল হলে চিন্তাতো হবার কথাই। যেহেতু ভুল তথ্য দিয়ে আবেদনের পর ভবিষ্যৎ-এ ভেরিফিকেশনে সমস্যা হবে। ফলে আগেই যদি কারেকশন বা সংশোধনী উইন্ডো দেয় পর্ষদ সেক্ষেত্রে কিছুটা চিন্তামুক্ত হবে প্রার্থীরা। এখন কি সিদ্ধান্ত নেয় পর্ষদ তাই দেখার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code