Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালেই দু:সাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

সাতসকালেই দু:সাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

people on market



সাতসকলেই এক স্বর্ণের দোকানে দু:সাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে।স্থানীয় সূত্রে জানাযায়,আনুমানিক শনিবার গভীর রাত্রে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর গঙ্গাজলঘটিতে থাকা রূপম জুয়েলার্স নামক এক স্বর্ণের দোকানে এই চুরির ঘটনাটি ঘটে।

স্থানীয়দের প্রাথমিক আনুমান শনিবার গভীর রাত্রে কেউ বা কারা ঐ স্বর্ণের দোকানটিতে হানা দিয়ে প্রথমে দোকানের সাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে,পরে লোক চক্ষু এড়াতে দোকানের মূল দরজায় ট্রিপল বেঁধে দেওয়া হয়। এবং দোকানের গহনা সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরের দলটি। দোকানে চুরির খবর পেয়ে ঘটনা স্থলে আসে দোকান মালিক। আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের।

ঘটনা স্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ হাজির হলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় ব্যবসায়িরাসহ এলাকাবাসি।

তাদের অভিযোগ,ঢিল ছোড়া দূরত্ব থানা থাকা স্ব্ত্তেও কি করে চুরির ঘটনা ঘটে? তারা ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছে। তবে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code