ফের লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনা
ফের লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনা ঘটল ডুয়ার্সের বুকে। এবারেও উদ্ধারস্থল সেই তেলিপাড়াই। বনদপ্তরের এক বিশেষ অভিয়ানে উদ্ধার হল প্রায় ৪২০ কেজি লাল চন্দন কাঠ। গ্রেপ্তার হলেন ২ জন ব্যক্তি৷ সোমবার রাতে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি ওপর একটি ছোট গাড়ি থেকে এই চন্দন কাঠ গুলি উদ্ধার করা হয়।
অভিয়ান চালান বনদপ্তরের গরুমারা সাউথ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের বনকর্মীরা। গত ২৫ শে আগস্ট এই তেলিপাড়ার ওপর থেকে অভিয়ান চালিয়ে লাল কিছু লাল চন্দন কাঠ সহ দুই ব্যক্তিকে আটক করে ছিল বনদপ্তর। বিকেলে ওই দুই আটক করা যুবক কে জিজ্ঞাসাবাদ করার পর কোচবিহার শহরের একটি মার্কেটের পরিত্যক্ত গুদামঘর থেকে প্রায় ৩ টন লাল চন্দন কাঠ উদ্ধার করে বনদপ্তর। এদিনের ঘটনার সাথে আগের ঘটনার কোন মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তরের আধিকারিকরা।
বনদপ্তরের প্রাথমিক অনুমান আগের ঘটনার সাথে এদিনের ঘটনার মিল থাকতে পারে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চন্দন কাঠ পাচারের খবর আগেই এসে পৌছায় বনদপ্তরের কাছে। সেই মত জলপাইগুড়ি বন্যপ্রানী দপ্তরের এডিএফও জন্মেজয় পালের নেতৃত্বে গরুমারা সাউজ রেঞ্জ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জ এর বনকর্মীরা দুটি দলে ভাগ হয়ে একটি দল তেলিপাড়া মোড়ে ওত পেতে বসে থাকে। ও অপর দলটি মালবাজার থেকে চন্দন কাঠ বোঝাই এই ছোট গাড়িটির পিছু ধাওয়া করে। গাড়িটি তেলিপাড়া এসে পৌছালে তারা চা খেতে তেলিপাড়ায় দারায়। ততক্ষনে তারা বোঝেনি যে তাদের কেউ পিছু ধাওয়া করছে।
পাচারকারী তেলিপাড়ায় এসে গাড়ি রেখে চা খেতে গেলে দুটি টিমের বনকর্মীরা ছোট গাড়িটিকে ঘিরে ফেলে ও গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। ধৃত দুই ব্যক্তির নাম রোহিত ছেত্রী ও অমৃত থাপা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊