2014 TET qualified trained -non included candidates
কোনোভাবেই আর পিঁছু হাঁটবেন না। এ যেনো ভীষ্মের প্রতিজ্ঞা। এমনই দৃঢ় মানসিকতার পরিচয় পেলো রাজ্য। গতকাল থেকে শুরু হওয়া ২০১৪ প্রাথমিক টেট পাসদের আন্দোলন চলছে আজও। গতকাল রাত কাটল রাস্তায় শুয়েই, ১৭ ঘণ্টা পার করে করুণাময়ীতে অবস্থান চাকরি প্রার্থীদের। চাকরির নিশ্চয়তা নিয়েই বাড়ি ফিরবেন তারা, এমনই দাবি আন্দোলনরত চাকরি প্রার্থীদের।
সোমবার থেকে করুণাময়ীতে বিক্ষোভ দেখাচ্ছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা (2014 TET qualified trained -non included candidates)। সোমবার দিনভর অবস্থানের পর সারা রাত সল্টলেকের এপিসি ভবনের সামনের রাস্তায় বসে থাকলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা (2014 TET qualified trained -non included candidates)। চাকরি প্রার্থীদের স্পষ্ট কথা, পুলিশ অবস্থান তুলতে এলেও তাঁরা উঠবেন না। নিয়োগ সংক্রান্ত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
সোমবার, বিকেল সাড়ে ৫টার পর করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এপিসি ভবনের সামনে চলে আসেন আন্দোলনকারীরা। গান, স্লোগান আর মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এক সময় চাকরি প্রার্থীরা ঘোষণা করে দেন দাবি না মেটা পর্যন্ত অবস্থান চলবে।
আগামী বুধবার থেকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিক্ষোভ দেখানো চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আগে তাঁদের নিয়োগপত্র দিতে হবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ তাঁদের। অবৈধ উপায়ে প্রাথমিকে চাকরি পাওয়া ব্যক্তিদের অপসারিত করে মেধার ভিত্তিতে টেট-উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করার দাবি তুলেছেন তাঁরা। পরে অবস্থানরত চাকরিপ্রার্থীদের মধ্যে চার জন পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করে তাঁদের দাবিসংবলিত পত্র তাঁর হাতে তুলে দেন।
২০১৪ টেট পাস ট্রেইন-নন ইনক্লুড একতামঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে- " সরকার তথা পর্ষদ ঠাণ্ডা মাথায় পরিকল্পনা মাফিক, আমাদের 2014 এর নট ইনক্লুডেড প্রার্থীদের 2017 এর সাথে ইন্টারভিউয়ে পাঠিয়ে, আবারো বঞ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আবার 2017 এর সাথে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করলে অধিকাংশ প্রার্থীই বঞ্চিত থেকে যাবো, এটা একদম বাস্তব সত্য। সরকার তথা পর্ষদ ওটাই চাইছে। আমরা যারা ইন্টারভিউয়ে অংশ নিয়ে মেরিটে আসতে পারবোনা, তাদের স্ট্যাটাসে আর " নট ইনক্লুডেড" শব্দটি রাখবেনা। এখন যে দাবিটা আমরা করতে পারছি, ইন্টারভিউয়ের পর, সেটা আর করতে পারবো না।এই রকমই একটা চক্রান্ত করতে চাইছে ওরা। কিন্তু এই চক্রান্তের বিরুদ্ধে, আমাদের প্রতি এইভাবে বঞ্চনা করার বিরুদ্ধে, সমস্ত নট ইনক্লুডদের রুখে দাঁড়াতেই হবে।"
তাঁদের আরও বক্তব্য-"কেস চলুক কেসের মতো করে, কেসের পথে। এর সাথে সাথেও প্রতিবাদ ও প্রতিকারের উদ্দেশ্যে সকলকেই সক্রিয়ভাবে, লড়াইয়ের ময়দানে নেমে, লাগাতার লড়াইটা জারি রাখতেই হবে।
আমাদের জীবন থেকে অমূল্য সময় দীর্ঘ আট আটটা বছর ওরা কেড়ে নিয়েছে। আমাদের জীবন ও যৌবনকে ওরা নষ্ট করেছে!
আমাদের জীবন থেকে ফুরিয়ে যাওয়া সেই আটটা বছর ওরা ফিরিয়ে দিক, নইতো অতি দ্রুত আমাদের সমস্ত নট ইনক্লুডদের নিয়োগের ব্যবস্থা করুক আলাদা ভাবে। দুর্নীতির মাধ্যমে, টাকা দিয়ে, অন্যায়ভাবে যারা নিয়োগ পেয়েছে, তাদের সকলকেই বরখাস্ত করে আমাদের সমস্ত নট ইনক্লুডদের নিয়োগের ব্যবস্থা করুক খুব তাড়াতাড়ি। প্রয়োজন হলে সিট ক্রিয়েট করে আমাদের নিয়োগ দিক।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊