ICC-তে সৌরভকে পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ক্রিকেটার হিসেবে যেমন সাফল্য রয়েছে তেমনি একজন দক্ষ প্রশাসক ছিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু বিসিসিআইয়ের মসনদ থেকে সড়িয়ে দেওয়া হয়েছে তাকে। আর তাতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। রাজনীতির শিকার সৌরভ উঠছে এমন দাবিও। এর মাঝেই সিএবিতে নির্বাচনী লড়াইয়ের কথা ঘোষনা করেছেন সৌরভ।
এদিকে আজ উত্তরবঙ্গ সফরে বেড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার গলাতেও শোনা গেল একি অভিযোগ। এদিন উত্তরবঙ্গ যাওয়ার পথে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেশবাসী তথা পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলছি, সৌরভ আমাদের গৌরব। মাঠে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন, প্রশাসনও চালিয়েছেন। তিনি বিসিসিআই সভাপতি ছিলেন। আদালত একটা নির্দেশ দিয়েছিল যাতে ওঁকে তিন বছরের মেয়াদ দেওয়া হয়। পাশাপাশি অমিত শাহের জয় শাহ-কেও ৩ বছরের মেয়াদ দেওয়া হয়। কিন্তু কেন জানি না, অমিত শাহের ছেলে রয়ে গেলেন, তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?'
মমতার সংযোজন, 'আমি এখনও মনে করি, ওঁকে যে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে এটার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে আইসিসি। ভারত থেকে মাত্র ১-২ জন আইসিসি-তে যাওয়ার যোগ্য। আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করব, সৌরভকে আইসিসি-র ভোটে লড়তে দেওয়া হোক। ওঁর সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। কেন বঞ্চনার শিকার সৌরভ?'
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে তিনি আরো বলেন, 'সকলে ওঁকে চেনে, গোটা পৃথিবী ওঁর কথা জানে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। শুধু বাংলা নয়। উনি পুরো দেশ তথা পৃথিবীর অহংকার।'
তাঁর বক্তব্য, 'সরকারকে অনুরোধ, রাজনীতি করবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। উনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ক্রিকেট, খেলাধুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊