PM Kisan: পিএম কিষানের কিস্তির টাকা পাননি, কি করবেন? জেনে নিন বিস্তারিত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 অক্টোবর 2022-এ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 12 তম কিস্তি প্রকাশ করেছিলেন।
প্রকল্পের আওতায় উপকৃত প্রত্যেক কৃষককে 2 হাজার টাকা দেওয়া হয়েছে।
এবার প্রায় ৮ কোটি কৃষক কিস্তি পেলেও দ্বাদশ কিস্তি পাননি অনেক কৃষক।
এমন পরিস্থিতিতে এই কৃষকরা হেল্পলাইন নম্বর 155261 বা টোল-ফ্রি নম্বর 1800115526 এ কল করতে পারেন।
এছাড়াও আপনি 011-23381092 নম্বরে কল করে এবং অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ ইমেল করে সাহায্য নিতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊