Money Recovered : এবার লোকাল ট্রেনে টাকার পাহাড়! উদ্ধার লক্ষ লক্ষ টাকা


Money






এ যেন টাকার গড়াগড়ি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা ও গয়না উদ্ধার হয়। এরপর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে সতেরো কোটি টাকা। একের পর এক টাকা উদ্ধারের ঘটনায় কার্যত অভ্যস্ত হয়ে গেছে বাঙালি। এবার লোকাল ট্রেন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা।



শহরের খুব কাছে নৈহাটি রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে এই লক্ষ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হলে তল্লাশি চালায় জিআরপি। আর সেই তল্লাশি চালিয়ে চক্ষু চরক গাছ রেল পুলিশের। লক্ষ লক্ষ টাকা ব্যাগে করে লোকাল ট্রেনে টিটাগড়ের বাসিন্দা ওই যুবক। 



ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখন নৈহাটিতে ধরা পড়া যুবক ৬১ লক্ষ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, এই টাকা তিনি কোথা থেকে পেলেন, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ওই যুবক কি কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত? জবাব মিলবে হয়তো খুব শীঘ্রই।