Manik Bhattacharya: ৫৮০০০+ নিয়োগ, চাকরি বিক্রির মাথা মানিক, দাবি ইডির
রাতভর জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। আদালতে হেফাজত পাওয়ার পর রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
মানিকের আমলে ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে বলে দাবি ইডি-র। গোটা নিয়োগ দুর্নীতির মূল মাথা হিসেবে মানিককেই দাবি করছে ইডি। ২০১১-এর পর থেকে ১০বছর এই পদে থেকেছেন মানিক। আর তার আমলে ৫৮ হাজারের বেশি পদে নিয়োগ হয়েছে বলে দাবি করছে ইডি। জেনেশুনেই মানিক বেআইনি ভাবে চাকরি দেওয়ার দুর্নীতির প্রতি ধাপে যুক্ত ছিলেন বলেও দাবি করা হয়।
এক সংবাদ চ্যানেল থেকে জানা যাচ্ছে, মানিক ভট্টাচার্যকে ইডির নেওয়া রিমান্ডলেটার থেকে জানা যায়, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত নথি থেকেই টাকা নয়ছয়ের হদিস মিলেছে।
হোয়াটসঅ্যাপ চ্যাট ও মানিকের মোবাইলকেই হাতিয়ার করছে তদন্তকারী সংস্থা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊