শ্লীলতাহানির চেষ্টা সুধ খোরের, গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসি

women


জলপাইগুড়ি:

টাকা ধার নিয়েছে শ্বশুর। আর সেই টাকার শুধ নিতে প্রায়সই আসতো শুধখোর। নজর ছিলো পুত্রবধূর দিকে। মাঝে মাঝেই অশালীন ইঙ্গিত করতেন বলেও অভিযোগ। অবশেষে ফাঁকা বাড়িতে সুদের টাকা নিতে এসে শ্লীলতাহানীর চেষ্টা সুধ খোরের। বধূর প্রতিরোধে অবশেষে সুধখোরকে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসিরা।




ঘটনাটি রবিবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের নাজির পাড়া এলাকায়।

স্থানীয় পঞ্চায়েতের স্বামী মগদ রায় জানান, যে মহিলার সঙ্গে এমন আচরণ করা হয়েছে তার শ্বশুর নাকি সেই যুবক জয়ন্ত বর্মনের কাছ থেকে ধারে টাকা নিয়েছে, আজ রাতে যখন বাড়িতে উক্ত মহিলা একা তখন সেই যুবক টাকার সুধ নেবার নামে ঘরে ঢুকে অশালীন আচরণ করে বলে অভিযোগ।

এর পরেই গ্রামবাসিরা যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

অপরদিকে অভিযোগকারী মহিলা জানান, "আমার শ্বশুর নাকি ওই ছেলেটার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু আজ ফাঁকা বাড়িতে এসে আমাকে খারাপ প্রস্তাব দিলে আমি চিৎকার করি।"

যদিও অভিযুক্ত যুবকের নিজের শশুর রঞ্জিত দাস এই ব্যাপারে বিশেষ কিছুই বলতে চাননি।