দূরশিক্ষায় স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর
দূরশিক্ষায় (Distance Course ) উচ্চ ডিগ্রি লাভ করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর। বর্ধমান বিশ্ববিদ্যালয় দূরশিক্ষায় স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২২-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এম.এ.- বাংলা, ইংরাজী, সংস্কৃত, ইতিহাস, দর্শন, এবং এম.এস.সি. কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর কোর্স (Distance Course ) করানো হবে।
ভর্তির যোগ্যতা
১) অনার্স বিষয়ে ৪০% নম্বর, ২) তৃতীয় বর্ষে অনার্স থেকে পাশ-এ রূপান্তরিত হলে অনার্স বিষয়ে ৩৫% নম্বর ৩) পাশ কোর্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৩০% নম্বর (M.A. এর জন্য) এবং ৪০% নম্বর (M.Sc Computer Science এর জন্য) থাকা বাঞ্ছনীয়।
১৪ই অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন চলবে আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে এবং অনলাইনে ভর্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইট http://ddeburuniv.ac.in -এ ভিজিট করুন।
দূরশিক্ষা অধিকরণ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর ভবন, গোলাপবাগ, পূর্ব বর্ধমান—৭১৩১০৪ এবং অনুমোদিত স্টাডিসেন্টার সমূহ-
(১) শ্যামাপ্রসাদ কলেজ, কোলকাতা,
২) এ.বি.এন শীল কলেজ, কোচবিহার,
৩) আনন্দ চন্দ্র কলেজ, জলপাইগুড়ি,
৪) গঙ্গারামপুর কলেজ, দঃ দিনাজপুর,
৫) মালদা কলেজ, মালদা,
৬) রামপুরহাট কলেজ, বীরভূম
৭) বীরভূম মহাবিদ্যালয়, সিউড়ি,
৮) সিউড়ি বিদ্যাসাগর কলেজ,সিউড়ি,
৯) বাঁকুড়া জেলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ, বাঁকুড়া,
১০) তারকেশ্বর ডিগ্রী কলেজ, হুগলী।
Computer Science—র পঠনপাঠন শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হবে। স্টাডি সেন্টারে পড়ানো হয় না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊