Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News : ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেল দিনহাটার খেলোয়াররা

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেল দিনহাটার খেলোয়াররা


Dinhata players



দিনহাটাঃ

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেল দিনহাটার খেলোয়াররা। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটায় ফিরে আসে তারা।

গত ১৫ ও ১৬ ই অক্টোবর দুইদিনব্যাপী এই ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গুজরাটের আমেদাবাদে-ISKU National karate Championship-2022। জাতীয় এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা, রূপা ও ব্রোঞ্জ পদক পেল দিনহাটা মহকুমার সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছয় খেলোয়াড়।

বুধবার সকালে এই খেলোয়াড়রা তাদের কোচ সহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে চেপে দিনহাটায় ফিরে আসেন।

বিস্তারিত- ভিডিওতে- দেখতে ক্লিক করুন - https://youtu.be/BWRdRf71GxE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code