ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেল দিনহাটার খেলোয়াররা
দিনহাটাঃ
ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেল দিনহাটার খেলোয়াররা। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটায় ফিরে আসে তারা।
গত ১৫ ও ১৬ ই অক্টোবর দুইদিনব্যাপী এই ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গুজরাটের আমেদাবাদে-ISKU National karate Championship-2022। জাতীয় এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা, রূপা ও ব্রোঞ্জ পদক পেল দিনহাটা মহকুমার সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছয় খেলোয়াড়।
বুধবার সকালে এই খেলোয়াড়রা তাদের কোচ সহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে চেপে দিনহাটায় ফিরে আসেন।
বিস্তারিত- ভিডিওতে- দেখতে ক্লিক করুন - https://youtu.be/BWRdRf71GxE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊