Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata Durga Puja 2022: সেরা মদনমোহন বাড়ি, দিনহাটার চার পুজো কমিটিকে শারদ সম্মান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির

Dinhata Durga Puja 2022: কোচবিহার জেলা সমিতির শারদ সম্মান মদনমোহন বাড়ি-সহ চার পুজো কমিটিকে


Durga Puja




বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব হলো দূর্গা পূজো। আর এই দূর্গা পূজোর বেশ কয়েক মাস আগে থেকেই পূজোর প্রস্তুতি শুরু করেন বড়ো বড়ো পূজো কমিটি গুলো। বিগ বাজেটের পূজো কমিটি গুলোর পূজোর প্যন্ডেল তৈরি, প্রতিমা তৈরির, আলোক সজ্জার পাশাপাশি হস্তশিল্পর কাজে নজর কাড়ে সকলের। এবছরেও জমজমাট দিনহাটা শহরের পুজো আর মিলল ঠিক তার প্রমান। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির দিনহাটা মহকুমার সেরা পুজোর তালিকায় মদনমোহন বাড়ির দুর্গোপুজা।




এদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দিনহাটা মহকুমার চার পুজো কমিটিকে শারদ সম্মান ২০২২ প্রদান করা হল। মহকুমায় সেরা পুজোর বিচারে তিন পুজোর নামের পাশাপাশি মহিলা পরিচালিত একটি পুজোকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।




কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির দিনহাটা মহকুমার শারদ সম্মান:

১) মদনমোহনবাড়ি সার্ব্বজনীন দুর্গাপূজা কমিটি

২) শহীদ কর্নার সার্ব্বজনীন দুর্গাপূজা কমিটি

৩) থানাপাড়া সার্ব্বজনীন দুর্গাপূজা কমিটি

বিশেষ পুরষ্কার (মহিলাদের): সংহতি সংঘ এক্সচেঞ্জ পাড়া সার্ব্বজনীন দুর্গাপূজা কমিটি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code