পৌরসভার বিচারে সেরা পুজো কমিটি কলেজপাড়া
দুর্গাপুজা মানেই বাঙালির আবেগ। নতুন পোশাক হইহুল্লোরে পুজোর কয়েকটা দিন মজে থাকেন বাঙালি। কোচবিহার জেলার দিনহাটা শহরের পুজো নিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও রয়েছে উন্মাদনা। আলোকসজ্জায় সজ্জিত প্রায় গোটা শহর। পঞ্চমীর সন্ধ্যা থেকেই ভক্তদের ঢল নেমেছে শহরে।
প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সেরা পুজো নির্বাচন করলো দিনহাটা পৌরসভা। দিনহাটা পৌরসভার বিচারে সেরা পুজো কমিটি বিবেচিত হয়েছে কলেজ পাড়া সার্বজনীন দুর্গাপুজা কমিটি। দিনহাটা পৌরসভার উপপৌরপিতা সাবির সাহা চৌধুরি সোশ্যাল মিডিয়ায় সেরা সাতটি পুজোর তালিকা প্রকাশ করেছেন।
দিনহাটা পৌরসভার বিচারে সেরা সাত পুজো কমিটি:
১) কলেজ পাড়া সর্বজনীন দূর্গা পূজা কমিটি
২) গোপালনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি
৩) থানাপাড়া সর্বজনীন দূর্গা পূজা কমিটি
৪) বোডিং পড়া দূর্গা পূজা কমিটি
৫) মদনমোহন বাড়ি দূর্গা পূজা কমিটি
৬) শহীদ কর্নার দূর্গা পূজা কমিটি
৭) স্বাধীন ক্লাব
বর্ণানুক্রমিক ভাবে কমিটিগুলোর নাম লেখা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊