উদ্ধার বেআইনি কয়লা গ্রেপ্তার দুই

Birbhum news




অভীক মিত্র - 


গোপনসূত্রে খবর পেয়ে ষাটনং জাতীয় সড়কে আঠাশে অক্টোবর সন্ধ্যা সাতটা নাগাদ একটা ম্যাটাডোর ভ্যান আটক করে মহম্মদবাজার থানার পুলিশ । ভ্যানটিতে প্রথমে কাগজের পেটি সরিয়ে দেখা যায় কয়লা রয়েছে । প্রায় তিন টন কয়লা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । 



এইঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা হলো - সদাইপুর থানার ঝরিয়া মহম্মদপুর গ্রামের শেখ মহিবুল (২৬) এবং দুবরাজপুর থানার পছিয়ারা গ্রামের নিজামুদ্দিন শেখ (২৫) । ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে ।