সন্ত্রাশ দমনে আরো শক্তিশালী হতে চলেছে NIA

Nia


সন্ত্রাশ দমনে আরো শক্তিশালী হতে চলেছে NIA। বৃহস্পতিবার সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দের নিয়ে বৈঠক করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পোশাকি নাম ছিল চিন্তন শিবির। আর সেই বৈঠক থেকেই NIA নিয়ে বড় ঘোষনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, '২০২৪ সালের মধ্যে সব রাজ্যে NIA-র শাখা খোলা হবে। যেকোনও জায়গায় গিয়ে তদন্ত করতে পারবে NIA-র আধিকারিকরা'।




তিনি বলেন, '২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত রাজ্যে NIA-র শাখা খুলে সন্ত্রাসবাদ বিরোধী নেটওয়ার্ক তৈরির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রূপায়ণে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। UAPA আইনও বদলে ফেলা হয়েছে। NIA চাইলে এখন যেকোনও ব্যক্তি বা সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে পারে। সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে যদি কেউ সম্পত্তির মালিক হন, তাহলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকারও দেওয়া হয়েছে'। 



তাঁর কথায়, 'NIA-কে কোনও এলাকায় তদন্তে সীমাবব্ধ রাখা হচ্ছে না, বরং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে Extraterritorial Rights দেওয়া হয়েছে'।




এর আগে, সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তান লাগোয়া ৩ রাজ্যে বিএসএফের এক্রিয়ার বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।