SSC SCAM: বৃহত্তর ষড়যন্ত্র, কল্যানময়সহ ১২জনের বিরুদ্ধে চার্জশিট দিল CBI


CBI raids



নবম দশম শিক্ষক নিয়োগে চাকরি বিক্রির বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে ১২জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক-সহ ১২জনের নাম রয়েছে।




‘সরকারি পদে থেকেও চাকরি বিক্রির ষড়যন্ত্রে জড়িত, টাকার বিনিময়ে নবম-দশমে অযোগ্যদের চাকরি বিক্রি’-র বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে চার্জশিট দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাদা খাতা জমা দিয়েও মিলেছে চাকরি। এসএসসি কাণ্ডে সুবীরেশের দিকেই আঙুল তুলছে সিবিআই। র্যাঙ্ক পরিবর্তন করে দেওয়া হয়েছে চাকরি। নবম-দশমে ১৮৩ জন প্রার্থীর নিয়োগ অবৈধ বলেই আদালতে জানিয়েছে সিবিআই। 




সিবিআই-র তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন, ১ হাজার উত্তরপত্রে নম্বর কারচুপি হয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, চাঞ্চল্যকর অভিযোগ তদন্তকারী অফিসারের। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও।